• বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
  • ঢাকা, বাংলাদেশ

“অপারেশন কাগার বিরোধী আন্তর্জাতিক জরুরি প্রচারাভিযান”-এর উদ্যোগে ইউরোপজুড়ে অবস্থান ধর্মঘটের আহ্বান

“অপারেশন কাগার বিরোধী আন্তর্জাতিক জরুরি প্রচারাভিযান”-এর উদ্যোগে ইউরোপজুড়ে অবস্থান ধর্মঘটের আহ্বান

  আন্দোলন প্রতিবেদন  

শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬  |  অনলাইন সংস্করণ

২০২৪ সালের জানুয়ারি থেকে হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট মোদি সরকার সামরিক অভিযান ‘অপারেশন কাগার’ নামে ভারতের বিভিন্ন রাজ্যে মাওবাদী ও আদিবাসী- দের গণহত্যা করছে এবং তাদের উপর অবর্ণনীয় দমন-নির্যাতন চালাচ্ছে। সরকারি ভাষ্যমতে এই অভিযান ৩১ মার্চ’২৬ এর মধ্যে মাওবাদীদের নির্মূল করবে। বাস্তবে এই অভিযানের মূল উদ্দেশ্য হলো আদিবাসীদের জোরপূর্বক উচ্ছেদ করে তাদের জল-জমি-জঙ্গল সাম্রাজ্যবাদী বহুজাতিক কোম্পানি- গুলোর নিয়ন্ত্রণে দিয়ে তাদের স্বার্থ রক্ষা করা। সেই লক্ষ্য থেকেই শত শত মাওবাদী এবং আদিবাসী জনগণকে হত্যা করছে ফ্যাসিস্ট মোদি সরকার। যারাই কাগারবিরোধী অবস্থান নিচ্ছেন, তাদেরকেই দমনমূলক আইন ইউএপিএ(UAPA)’র মাধ্যমে কঠোর হস্তে দমন করছে। এই সকল নির্যাতন-হত্যাকাণ্ডের বিরুদ্ধে ভারতের বিপ্লবী, গণতান্ত্রিক, প্রগাতিশীল সংগঠন-শক্তি ও মানবাধিকার সংগঠনগুলো লড়াই-সংগ্রাম করছে। অপরদিকে সাম্রাজ্যবাদী ইউরেপীয় ইউনিয়ন হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট মোদি সরকারকে নির্লজ্জ সমর্থন দিয়ে যাচ্ছে।     

২৬ ও ২৭ জানুয়ারি’২৬-এ ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টে পররাষ্ট্র বিষয়ক (ফরেন অ্যাফেয়ার্স) কমিটি ও মানবাধিকার উপ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। “অপারেশন কাগার বিরোধী আন্তর্জাতিক জরুরি প্রচারাভিযান”-এর উদ্যোগে ‘অপারেশন কাগার’-এর বিরুদ্ধে ইউরোপজুড়ে গণ-আন্দোলনের আহ্বান এবং ভারত রাষ্ট্রের প্রতি ইইউ-এর সমর্থনকে নিন্দা জানিয়েছে। তারা “অপারেশন কাগার” বন্ধের দাবিতে ২৭ জানুয়ারি’২৬ সকাল ১০টায় ইউরোপীয় পার্লামেন্টের সামনে এবং দুপুর ২টায় ভারতীয় দূতাবাসের সামনে অবস্থান ধর্মঘটের আহ্বান জানিয়েছে।  

আমরা উপরোক্ত কর্মসূচির প্রতি অকুণ্ঠ সমর্থন জানাচ্ছি এবং ইউরোপ ও বেলজিয়ামে অবস্থানরত সকল বিপ্লবী, গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি-ব্যক্তি ও মানবাধিকার সংগঠনকে এই কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি।

“অপারেশন কাগার বিরোধী আন্তর্জাতিক জরুরি প্রচারাভিযান”-এর উদ্যোগে ইউরোপজুড়ে অবস্থান ধর্মঘটের আহ্বান

 আন্দোলন প্রতিবেদন 
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬  |  অনলাইন সংস্করণ

২০২৪ সালের জানুয়ারি থেকে হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট মোদি সরকার সামরিক অভিযান ‘অপারেশন কাগার’ নামে ভারতের বিভিন্ন রাজ্যে মাওবাদী ও আদিবাসী- দের গণহত্যা করছে এবং তাদের উপর অবর্ণনীয় দমন-নির্যাতন চালাচ্ছে। সরকারি ভাষ্যমতে এই অভিযান ৩১ মার্চ’২৬ এর মধ্যে মাওবাদীদের নির্মূল করবে। বাস্তবে এই অভিযানের মূল উদ্দেশ্য হলো আদিবাসীদের জোরপূর্বক উচ্ছেদ করে তাদের জল-জমি-জঙ্গল সাম্রাজ্যবাদী বহুজাতিক কোম্পানি- গুলোর নিয়ন্ত্রণে দিয়ে তাদের স্বার্থ রক্ষা করা। সেই লক্ষ্য থেকেই শত শত মাওবাদী এবং আদিবাসী জনগণকে হত্যা করছে ফ্যাসিস্ট মোদি সরকার। যারাই কাগারবিরোধী অবস্থান নিচ্ছেন, তাদেরকেই দমনমূলক আইন ইউএপিএ(UAPA)’র মাধ্যমে কঠোর হস্তে দমন করছে। এই সকল নির্যাতন-হত্যাকাণ্ডের বিরুদ্ধে ভারতের বিপ্লবী, গণতান্ত্রিক, প্রগাতিশীল সংগঠন-শক্তি ও মানবাধিকার সংগঠনগুলো লড়াই-সংগ্রাম করছে। অপরদিকে সাম্রাজ্যবাদী ইউরেপীয় ইউনিয়ন হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট মোদি সরকারকে নির্লজ্জ সমর্থন দিয়ে যাচ্ছে।     

২৬ ও ২৭ জানুয়ারি’২৬-এ ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টে পররাষ্ট্র বিষয়ক (ফরেন অ্যাফেয়ার্স) কমিটি ও মানবাধিকার উপ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। “অপারেশন কাগার বিরোধী আন্তর্জাতিক জরুরি প্রচারাভিযান”-এর উদ্যোগে ‘অপারেশন কাগার’-এর বিরুদ্ধে ইউরোপজুড়ে গণ-আন্দোলনের আহ্বান এবং ভারত রাষ্ট্রের প্রতি ইইউ-এর সমর্থনকে নিন্দা জানিয়েছে। তারা “অপারেশন কাগার” বন্ধের দাবিতে ২৭ জানুয়ারি’২৬ সকাল ১০টায় ইউরোপীয় পার্লামেন্টের সামনে এবং দুপুর ২টায় ভারতীয় দূতাবাসের সামনে অবস্থান ধর্মঘটের আহ্বান জানিয়েছে।  

আমরা উপরোক্ত কর্মসূচির প্রতি অকুণ্ঠ সমর্থন জানাচ্ছি এবং ইউরোপ ও বেলজিয়ামে অবস্থানরত সকল বিপ্লবী, গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি-ব্যক্তি ও মানবাধিকার সংগঠনকে এই কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি।

আরও খবর
 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র